জাতীয়

যুব উন্নয়ন অধিদপ্তরের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

যুব সংগঠকদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।

বুধবার (০৮ জুলাই) রাজধানীর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে যুব সংগঠকদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির (অতিরিক্ত সচিব) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ দাফন/সৎকার কাজে নিয়োজিত যুব সংগঠনের সদস্যদের মধ্যে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

প্রাথমিক পর্যায়ে দেশের ৫টি জেলার (বরগুনা, লক্ষ্মীপুর, নীলফামারী, মাদারীপুর, চট্টগ্রাম) ১০টি যুব সংগঠনের সদস্যের মধ্যে ১৫০টি পিপিই বিতরণ করা হয়। পর্যায়ক্রমে দেশের সব জেলায় যুব সংগঠনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ-জামান খান কবির বলেন, আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় করোনার শুরু থেকেই যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছি। আমাদের এ ক্ষুদ্র প্রয়াস আপনাদের এ মহৎ কাজে উৎসাহ যোগাবে বলে আমার বিশ্বাস।

তিনি সারা দেশের সব যুব সংগঠকদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

 

ঢাকা/ আসাদ/জেডআর