জাতীয়

ছড়াকার আলম তালুকদার আর নেই

ছড়াকার, শিশু সাহিত্যিক ও বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরামের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলম তালুকদার (৬৪) আর নেই৷

বুধবার (৮ জুলাই) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷

মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন শিশু সাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালী।  তিনি বলেন, আলম তালুকদার বুধবার বিকের ৩টায় সিএমএইচে মারা গেছেন৷ তার মধ্যে করোনার উপসর্গ ছিল৷

তিনি স্ত্রী ও তিন সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন৷

আলম তালুকদার ছড়াকার হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন।  তিনি মুক্তিযোদ্ধা ছিলেন।  কর্মজীবনে গণগ্রন্থাগার অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আলম তালুকদারের জন্ম ১৯৫৬ সালে টাঙ্গাইলে।

 

ঢাকা/সাইফ