জাতীয়

‘করোনা মোকাবিলায় সাহস রাখতে হবে ও স্বাস্থ্যবিধি মানতে হবে’

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ থেকে আমরা মুক্তি পাব। আমাদের দেশে করোনা রোগীদের সুস্থ হওয়ার হার অনেক বেশি। করোনা মোকাবিলায় মনে সাহস রাখতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কথা শুনলেই মানুষ আতঙ্কিত হয়। এত আতঙ্কিত হব কেন? জন্মেছি যখন মরতে তো একদিন হবেই। তবে নিজে সুরক্ষিত থাকার জন্য স্বাস্থ্যবিধিসহ যা মেনে চলার দরকার তা মানতে হবে।’

তিনি বলেন, ‘করোনার কারণে সবকিছু স্থবির হয়ে পড়েছে। অতীতে কখনো এমন পরিস্থিতি দেখা যায়নি। করোনার যেন নিজস্ব একটা পদ্ধতি আছে। প্রথমে একজন আক্রান্ত হচ্ছে, এরপর দুইজন, এরপর আরো ১০ জন—এভাবে ছড়াতে থাকে। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। সেদিকে লক্ষ রেখেই আমরা করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। দেশের বিশেষজ্ঞরা বলেছিলেন, করোনার সংক্রমণ জুলাই মাস পর্যন্ত বাড়তে থাকবে। এরপর আস্তে আস্তে কমে যাবে। সেটাই হচ্ছে। আশা করি, পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে।’ ঢাকা/আসাদ/রফিক