জাতীয়

শাহেদ আ.লীগের উপ-কমিটির সদস্য ছিল, এ তথ‌্য জানা নেই: তথ্যমন্ত্রী

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে সরকারই ব্যবস্থা নিয়েছে, এ কথা জানিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সে দাবি করছে, সে আওয়ামী লীগের কোনো একটা উপ-কমিটিতে ছিল। কিন্তু আমাদের দলীয় কার্যালয়ে তো আমি প্রতিদিন যাই। সে আওয়ামী লীগের কোনো উপ-কমিটির সদস্য ছিল, এ তথ‌্য আমার জানা নেই।’

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকে তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তার ব্যাপারে পত্র-পত্রিকায় যে অনুসন্ধানী রিপোর্টগুলো বেরিয়েছে, সেজন্য গণমাধ্যমকে ধন্যবাদ। এতে প্রমাণিত হয়, সে খুব সুচতুর একজন প্রতারক। এরকম আরো যারা প্রতারক আছে, তাদেরকে খুঁজে বের করা প্রয়োজন।’

রিজেন্ট হাসপাতালকে করোনা চিকিৎসায় সংযুক্ত করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন ড. হাছান মাহমুদ। ঢাকা/নঈমুদ্দীন/রফিক