জাতীয়

মানবপাচারে জনপ্রতিনিধি: যৌথ সংবাদ সম্মেলন করবে টিআইবি-কেটিএস

মানবপাচার ও অর্থপাচারের মতো সংঘবদ্ধ অপরাধে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা নিয়ন্ত্রণে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ে যৌথ সংবাদ সম্মেলন করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও কুয়েত ট্রান্সপারেন্সি সোসাইটি (কেটিএস)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১২ জুলাই (রোববার) বিকেলে এ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) সভাপতি ডেলিয়া ফ্যারেইরা রুবিও, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অনারারি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, ন্যাশনাল অ‌্যাসেম্বলি অব কুয়েতের একজন নির্বাচিত জনপ্রতিনিধি, কেটিএসের সভাপতি মাজিদ আল মুতাইরি ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সংবাদ সম্মেলনে মানবপাচার ও অর্থপাচারের মতো সংঘবদ্ধ অপরাধে জনপ্রতিনিধিদের জড়িত থাকার অভিযোগের বিষয়টি নিয়ে তথ্যভিত্তিক পর্যালোচনা হবে। যেখানে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বা প্রতিরোধে নাগরিক সমাজ কী ভূমিকা নিতে পারে তা নিয়ে আলোচনা হবে। থাকবে কিছু সুপারিশও।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের জুমের মাধ্যমে অংশ নিতে পারবেন। মিটিং আইডি: ৯৯৭ ৩০৪৪ ১১৪৯ এবং পাসওয়ার্ড: ৩৭১২৩৭। ঢাকা/এম এ রহমান/রফিক