জাতীয়

১২১১ মরদেহ দাফন করেছে ইসলামিক ফাউন্ডেশন

করোনাভাইরাসে আক্রান্ত হ‌য়ে সারা‌দে‌শে মারা যাওয়া ১ হাজার ২১১টি মরদেহ দাফন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ধর্মীয় বি‌ধি-বিধান ও স্বাস্থ্য‌ নি‌র্দে‌শিকা মে‌নে এবং সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে ফাউ‌ন্ডেশ‌নের তত্ত্বাবধা‌নে দে‌শে‌র জেলা, উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় আলেম-ওলামাদের সমন্বয়ে গ‌ঠিত ৬১৪টি স্বেচ্ছাসেবক টিম মান‌বিক এ কাজ চা‌লি‌য়ে যা‌চ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (সমন্বয় বিভাগ) মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার জানান, কোভিড-১৯ ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ঢাকা বিভাগে ৪০৩ জন, চট্টগ্রামে ৩৫৮ জন, রাজশাহীতে  ৫০ জন, খুলনায় ৮৮ জন, সিলেটে ২৭ জন, বরিশােল ১৭০ জন,  রংপুরে  ১৭৩ জন ও ময়মনসিংহে ৪২টি মরদেহ দাফন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে মানবতার সেবায় এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানান তি‌নি।

কোভিড-১৯ সংক্রমণে মৃত ব্যক্তির কাফন, জানাজা ও দাফন সম্পন্ন করার জন্য গত ২৬ মার্চ ইসলামিক ফাউন্ডেশন দে‌শের  জেলা, উপজেলা ও সিটি করপোরেশন এলাকার জোনভিত্তিক ৬ সদস্যের মোট ৬১৪টি স্বেচ্ছাসেবক টিম গঠন করে। রাই‌জিং‌বি‌ডি/নঈমুদ্দীন/জেডআর