জাতীয়

টিআইবি ও কেটিএসের সংবাদ সম্মেলন রোববার

মানবপাচার ও অর্থপাচারের মতো সংঘবদ্ধ অপরাধে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা নিয়ন্ত্রণে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ে যৌথ সংবাদ সম্মেলন করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও কুয়েত ট্রান্সপারেন্সি সোসাইটি (কেটিএস)।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।  শনিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) সভাপতি ডেলিয়া ফ্যারেইরা রুবিও।  আরও উপস্থিত থাকবেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অনারারি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, বাহরাইন পার্লামেন্ট সদস্য ও আরব পার্লামেন্ট মেম্বার্স অ্যাগেনিস্ট করাপশনের ইউসিফ জয়নাল, ন্যাশনাল অ্যাসেম্বলি অব কুয়েত এর সাবেক নির্বাচিত জনপ্রতিনিধি ড. হাসান জোহার এবং কুয়েত ইউনিভার্সটি ল স্কুলের ড. দালাল আল সাইফ।

উপস্থিত থাকবেন কেটিএস এর সভাপতি মাজিদ আল মুতাইরি ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সংবাদ সম্মেলনে মানবপাচার ও অর্থপাচারের মতো সংঘবদ্ধ অপরাধে জনপ্রতিনিধিদের জড়িত থাকার অভিযোগের বিষয়টি নিয়ে তথ্যভিত্তিক পর্যালোচনা হবে।  যেখানে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বা প্রতিরোধে নাগরিক সমাজ কী ভূমিকা নিতে পারে তা নিয়ে আলোচনা হবে।  থাকবে কিছু সুপারিশও।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা জুমে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনের লিংক https://zoom.us/webinar/register/WN_fi8kt7kBRde8MYnPR95eJQ)। এম এ রহমান/সাইফ