জাতীয়

ডিজিটাল হাটে গরু কিনে দান করলেন প্রতিমন্ত্রী পলক

এবার ঈদুল আজহায় অনলাইনেই কেনা যাবে পছন্দসই কোরবানির পশু। করোনার কারণে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সমন্বয়ে শনিবার (১১ জুলাই) উদ্বোধন করা হয় ডিএনসিসি ডিজিটাল হাট।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠান শেষে অনলাইনে প্রথম ফুড ফর নেশন এর একশপ থেকে এক লাখ টাকায় একটি গরু কেনেন।  এরপর তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব’র মানবিক উদ্যোগ ‘মানবসেবা.কম’-এর জনকল্যাণমূলক কার্যক্রমে  সেটি দান করেন।

রোববার (১২ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিজিটাল হাটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শমী কায়সার প্রমুখ।

দারাজ, সাদেক-অ্যাগ্রো, একশপ-ফুড ফর নেশন, সবজিবাজার.কম লিমিটেড, আজকের ডিল.কমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে গরু কিনতে পারবেন ক্রেতারা।

   

ঢাকা/হাসান/জেডআর