জাতীয়

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি বাকীর মৃত্যু

মানবতাবিরোধী অপরাধ মামলায় জামিনে থাকা আসামি সাতক্ষীরার আব্দুল্লাহ হেল বাকী (১১০) মারা গেছেন।

সোমবার (১৩ জুলাই) রাত পৌনে দশটার দিকে রাজধানীর লালবাগে ভাড়া বাসায় তিনি মারা যান।  তার আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, আব্দুল্লাহ হেল বাকীসহ মানবতাবিরোধী অপরাধ মামলার চার আসামির বিরুদ্ধে ২০১৫ সালের ৭ আগস্ট থেকে তদন্ত শুরু হয়।  গত ৫ ফেব্রুয়ারি তদন্ত শেষ হয়।  ২০১৮ সালের ৫ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়।  বর্তমানে মামলাটি আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে রয়েছে।

চার আসামির মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য  খালেক মন্ডল গ্রেপ্তার, আব্দুল্লাহ হেল বাকী শর্তসাপেক্ষে জামিনে  ছিলেন।  বাকি দুই  আসামি  খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম টেক্কা খান পলাতক।

২০১৭ সালের ৮ মার্চ  গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওই বছরের ১৭ মার্চ দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বুলারাটী গ্রামের বাড়ি থেকে আব্দুল্লাহ হেল বাকীকে গ্রেপ্তার করা হয়। ১৯ মার্চ ট্রাইব্যুনালে হাজির করা হলে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুর রউফের হেফাজতে বাকীকে জামিন দেওয়া হয়েছিলো।

 

মেহেদী/সাইফ