জাতীয়

ওআইসি ইয়ুথ ক্যাপিটাল, শনিবার সংবাদ সম্মেলন

আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় ওআইসি ইয়ুথ ক্যাপিটাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ আয়োজন উপলক্ষে শনিবার (২৫ জুলাই) দুপুর ২টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় রাজধানী ঢাকায় এ বছর ওআইসি যুব রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে।  এ আয়োজনের মাধ্যমে বিশ্বে আমাদের যুবসমাজের অমিত সম্ভাবনা তুলে ধরা হবে।  আমরা বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুবিধা ভোগ করছি।  এছাড়াও রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ সরকার যে মানবিক সহায়তা করছে সেটিও বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল অনুষ্ঠানটি এবার ভার্চুয়ালে অনুষ্ঠিত হবে।  গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করবেন।

   

আসাদ/সাইফ