জাতীয়

‘করোনা মোকাবিলার পাশাপাশি জীবিকাকে গুরুত্ব দিচ্ছে সরকার’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী নয়। এ অবস্থায় করোনা মোকাবিলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে জনগণের জীবিকা নির্বাহকে গুরুত্ব দিচ্ছে সরকার। এ কারণেই  বিধি-নিষেধ ও বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতি বুঝেই পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।’

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘কাজকর্ম গতিশীল রাখতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়ে অফিস প্রধানগণ নির্দেশনা দেবেন।’

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি বিধি-নিষেধ ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে সোমবার (৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।