জাতীয়

তৃতীয় দিনে কোরবানির পশুর ৩৭২৩ মে. টন বর্জ্য অপসারণ

ঈদুল আজহার পশু কোরবানির তৃতীয় দিনে সোমবার (০৩ আগস্ট) দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।

এদিন ডিএসসিসি’র ৭৫টি ওয়ার্ডে কোরবানির পশুর ৩ হাজার ৭২৩ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।  যা শতভাগ বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, কোরবানির ৩ দিনে মোট ১৪ হাজার ৯২১ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।  ৪ হাজার ৬০৬টি ট্রিপের মাধ্যমে এই বর্জ্য অপসারণ করে মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ডফিলে) স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, কোরবানির প্রথম দুই দিনে ৩ হাজার ৩৯১ ট্রিপের মাধ্যমে ১১ হাজার ১৯৮ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ হয়। সে হিসাবে ঈদের তৃতীয় দিন ৩ হাজার ৭২৩ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও স্থানান্তর করা হয়েছে।