জাতীয়

চসিকের প্রশাসক হলেন খোরশেদ আলম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

মঙ্গলবার (৪ আগস্ট) মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ২৯ মার্চ চসিকের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপের কারণে তা স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বুধবার (৫ আগস্ট) শেষ হচ্ছে চসিকের বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের মেয়াদ। এরপর তিনি নবনিযুক্ত প্রশাসকের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন।

প্রশাসক নিযুক্ত করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও আওয়ামী লীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছ্নে খোরশেদ আলম সুজন।

প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘নেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি যথাযথভাবে পালনের চেষ্টা করবো। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে যেন ঠিকমতো গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাবো।’’