জাতীয়

শোক দিবসে বাংলা ও ইংরেজিতে অনলাইন সেমিনার করবে আইসিটি বিভাগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বাংলা ও  ইংরেজিতে দুটি অনলাইন সেমিনারের আয়োজন করবে তথ‌্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

মঙ্গলবার (৪ আগস্ট) আইসিটি বিভাগের অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে সভাপতিত্ব করেন।

সভায় আইসিটি বিভাগের জ‌্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমসহ অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আইসিটি বিভাগের অধীন দপ্তর ও সংস্থাগুলোর সব কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ ধারণ করে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুনসহ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত হয়। এছাড়া আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বাংলা ও  ইংরেজিতে দুটি অনলাইন সেমিনারের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।