জাতীয়

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট নিষেধাজ্ঞার সময় কমালো ইতালি

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ ঠেকাতে বাংলাদেশসহ আরও ১৭টি দেশের সঙ্গে ফ্লাইট নিষেধাজ্ঞার সময় কমিয়েছে ইতালি।

দেশটিতে দ্বিতীয় দফায় করোনার প্রকোপ ঠেকাতে এসব দেশের সঙ্গে ৩১ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুসারে এসব দেশের সঙ্গে ফ্লাইট নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে জরুরি অবস্থার মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্তই বহাল রয়েছে। 

দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পারেন্সা এ ঘোষণা দিয়েছেন। 

নিষেধাজ্ঞাটি ইউরোপিয়ান সময় অনুযায়ী ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে।

১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার দেশগুলো হচ্ছে- আলজেরিয়া, আরমানিয়া, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, বসনিয়া, চিলি, রিপাবলিক ডোমেনিকান, কসভো, কুয়েত, মন্তেনেগ্রো, উত্তর মাচেদোনিয়া, ওমান, পানামা, পেরু ও সার্বিয়া।

তবে পরবর্তী সময়ে এ সিদ্ধান্ত আবার বাড়ানো হবে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।