জাতীয়

৩১ আগস্ট রায়হান কবিরকে বাংলাদেশে পাঠাবে মালয়েশিয়া

কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক মো. রায়হান কবিরকে আগামী ৩১ আগস্ট (সোমবার) দেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া।

দেশটির সঙ্গে বর্তমানে বাংলাদেশের ফ্লাইট যোগাযোগ বন্ধ রয়েছে। আগামী ৩১ আগস্ট ফ্লাইট চালু হবে।  তখনই তাকে ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির এক নেতা জানান, দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ স্থানীয় এক সংবাদমাধ্যমে জানিয়েছেন- রায়হান কবিরের বিরুদ্ধে তদন্ত শেষ হলেই তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।  কখন তাকে দেশে ফেরত পাঠানো হবে নির্দিষ্ট করা বলা যাচ্ছে না।  তবে বাংলাদেশের প্রথম ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হবে।

করোনাভাইরাসের প্রকোপ রোধে বর্তমানে লন্ডন, দুবাই ও আবুধাবি ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।  আগামী ৩১ আগস্ট মালয়েশিয়ার সঙ্গে ফ্লাইট শুরুর কথা রয়েছে।  মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের ঘোষণা অনুযায়ী, সেদিনই কুয়ালামপুর থেকে ঢাকার ফ্লাইটে রায়হান কবিরকে ফেরত পাঠানো হবে।

এদিকে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, রায়হান কবিরকে দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ সম্মত হয়েছে।  তবে এখনো দিন জানায়নি।

রায়হান কবিরকে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে দূতাবাস কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে বলেও সূত্র জানায়।

অবৈধ প্রবাসীদের দুরাবস্থা নিয়ে সাক্ষাৎকার দেওয়ার কারণে মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন স্পেশাল ব্রাঞ্চ কুয়ালালামপুরের একটি কনডোমোনিয়ামে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করে।  এরপর তদন্তের স্বার্থে তাকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।