জাতীয়

বৈরুতে বিস্ফোরণে আহত নৌ সদস্য শঙ্কামুক্ত

লেবাননের রাজধানী বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন বাংলাদেশ নৌ বাহিনীর সদস্য বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। বিস্ফোরণে আহত ২১ জনের মধ্যে কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মী এই তথ্য জানিয়েছেন। এ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত চার বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, এই ঘটনায় এখন পর্যন্ত ৯৯ জন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ৭৮ জন লেবাননের বসবাসকারী বাংলাদেশি বৈধ শ্রমিক ও বাকি ২১ জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নৌ বাহিনীর সদস্য।