জাতীয়

যুব উন্নয়ন ইনডেক্স চূড়ান্ত করেছে মন্ত্রণালয়

যুব উন্নয়ন ইনডেক্স চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে ন্যাশনাল স্টিয়ারিং কমিটির ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় এটি চূড়ান্ত করা হয়।  প্রথমবারের মতো দেশে যুব উন্নয়ন ইনডেক্স-২০১৯ চূড়ান্ত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর এক তৃতীয়াংশ যুব।  এই যুবদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিতের মাধ্যমে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে আমরা যুব উন্নয়ন ইনডেক্স প্রণয়ন করেছি।  যুব উন্নয়নে ২০১৭ সালেই আমরা একটি বাস্তবভিত্তিক সময়োপযোগী জাতীয় যুব উন্নয়ন নীতি প্রণয়ন করি এবং সে যুব নীতি বাস্তবায়নে আমরা নিরন্তর কাজ করছি।

তিনি বলেন, জাতীয় যুব নীতি ২০১৭-তে জাতীয় যুব উন্নয়ন সূচক প্রণয়নের বিষয়ে উল্লেখ রয়েছে।  আমি আশা করি এটি প্রণয়নের মধ্য দিয়ে আমরা যুব উন্নয়নে নতুন দিগন্তের দ্বার উন্মোচন করলাম।  যুব সম্প্রদায়কে কীভাবে শক্তিশালী সম্পদে রূপান্তর করা যায় এটি তারই একটি দলিল। 

সভায়  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের  সচিব মো. আখতার হোসেনসহ জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্যরা জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন।