জাতীয়

দুর্নীতির অভিযোগ পাওয়ামাত্র অভিযান: স্বাস্থ্যসচিব

হাসপাতালগুলোতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান এক মিনিটের জন্যও বন্ধ হবে না জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেছেন, যেকোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়ামাত্র টাস্কফোর্সের সদস্যরা অভিযান পরিচালনা করবেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএমএ নেতৃবৃন্দ ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সচিব বলেন, ‘আমরা হাসপাতালগুলোর অনিয়ম, দুর্নীতির অভিযোগ গ্রহণের জন্য একটি টেলিফোন নম্বর দেওয়ার চিন্তাভাবনা করছি। এই টেলিফোনে যে কেউ অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানালে আমরা দ্রুত ব‌্যবস্থা নেবো।’ বেসরকারি হাসপাতালগুলোকে লাইসেন্স নবায়ন করার সময়সীমা বেধে দিয়ে তিনি বলেন, ‘দেশের বেসরকারি হাসপাতালগুলোকে আগামী ২৩ আগস্টের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে হবে। আবেদন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

যাদের লাইসেন্স নেই তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে সচিব বলেন, ‘কী কারণে তাদের লাইসেন্স নেই সেটাও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’