জাতীয়

‘এটাই যেন হয় বিচারবহির্ভূত শেষ হত্যাকাণ্ড’

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার বলেছেন, ‘অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডই যেন হয় শেষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। আর যেন কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।’

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর উত্তরায় নিহত সিনহার বাসায় তার মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

খন্দকার নুরুল আফসার বলেন, ‘এ ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে হত‌্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস‌্যদের অস্ত্র জব্দ করা হোক। এ হত্যাকাণ্ডের বিচার আমরা দ্রুত সময়ে চাই। এখন সেভাবেই বিচার চলছে। আমরা আশা করি, ন্যায়বিচারের স্বার্থে দ্রুত তদন্ত কার্যক্রম শেষ হবে।’

তিনি আরো বলেন, ‘অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ কোনো অপরাধ করেননি। অথচ তাকে গুলি করে হত্যা করা হয়। পরে নাটক সাজানোর চেষ্টা করে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে আহ্বান জানাচ্ছি।’