জাতীয়

মিক্সার মেশিনে পাওয়া গেল ৩২ স্বর্ণের বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর সঙ্গে থাকা মিক্সার মেশিনের ভেতর থেকে ৩২ স্বর্ণবার জব্দ করেছে ঢাকা কাস্টমসের সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দুবাই থেকে আলমাস আলী নামে ওই যাত্রী। জব্দকরা স্বর্ণের ওজন ৩ কেজি ৭০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ২২ লাখ টাকা। 

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের বি শিফট কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সকাল ৯টার দিকে দুবাই থেকে আসা যাত্রী আলমাস আলীকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা ২টি মিক্সার মেশিন মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম। জব্দকরা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা এবং যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।