জাতীয়

শোক দিবসে মার্কিন দূতাবাসের শ্রদ্ধা 

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভিডিও শেয়ার করেছে।

৩৫ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে বলা হয়, আজ জাতীয় শোক দিবস। ৪৫ বছর আগে এইদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বরণ করেন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস গর্বিত যে, বঙ্গবন্ধু যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) বাংলাদেশ অন্যতম অংশগ্রহণকারী।

প্রসঙ্গত, আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। জাতির জনককে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত‌্যা করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে রাজধানীতে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।