জাতীয়

‘বঙ্গবন্ধু প্রথম আইন করে মদ-জুয়া নিষিদ্ধ করেন’

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধুই প্রথম আইন করে মদ-জুয়া নিষিদ্ধ করেন। তিনিই প্রথম তাবলীগ জামাতের জন্য বিশ্ব ইজতেমার জায়গা দান করেন এবং ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ওআইসি সম্মেলনে যোগদানের মাধ্যমে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন করেন। তিনিই প্রথম রেডিও-টেলিভিশনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর ব্যবস্থা করেন, যা আজও চালু আছে।’

শনিবার (১৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতমে কোরআন, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ধর্ম সচিব বলেন, ‘১৯৭৫ সালের ১৪ আগস্ট ভোরে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে যখন মুসল্লিগণ মসজিদমুখী হচ্ছিল, সে সময়ে ঘাতকের দল স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যসহ অন্যদের নির্মমভাবে হত্যা করে। এমনকি শেখ রাসেলের মতো শিশুকে হত্যা করতেও তারা দ্বিধা করেনি। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তারা বাংলাদেশের গতিপথকে পরিবর্তন করে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তায়াআলার মেহেরবানিতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২১ বছর পর বাংলাদেশ আবার সঠিক পথে অগ্রসর হয়।’

শনিবার সকাল ৮ থেকে ১১টা পর্যন্ত বায়তুল মোকাররমে ১০০ জন হাফেজের মাধ্যমে ১০০ বার পবিত্র কোরআন খতম করা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।