জাতীয়

নারী-শিশুদের হয়রানি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি ও সহিংসতা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ‘পঞ্চম ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) এ কথা বলেন।

স্পিকার বলেন, পঞ্চম ওয়ার্ল্ড স্পিকার্স কনফারেন্স সমসাময়িক এবং উদীয়মান চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনার একটি প্লাটফর্ম।  সেই সঙ্গে মহামারি কোভিড-১৯ পরবর্তী অবস্থায় বিশ্বের সব মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক জীবনের ওপর বিপুল প্রভাব মোকাবিলায় উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে সাহায্য করছে এই কনফারেন্স।

ক্লেইরি ডুলের সঞ্চালনায় অনুষ্ঠানে কেনিয়ার স্পিকার কেনেথ লুসাকা ও রুয়ান্ডার স্পিকার ডোনেটিল মুকাবালিসা রিপোর্ট উপস্থাপন করেন।  

আইপিইউের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারন, অস্ট্রিয়ান ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট ওফগ্যাং সবতকা ও জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এতে সূচনা বক্তব্য রাখেন।