জাতীয়

লিবিয়া থেকে ফিরেছেন ১৫৩ বাংলাদেশি

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে করে ফিরেছেন ১৫৩ বাংলাদেশি। লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির লাশও দেশে আনা হয়েছে।

বিশেষ ফ্লাইটটি বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশিদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি গতকাল (৮ সেপ্টেম্বর) রাতে বেনিনা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় থাকা আরও কয়েকশ’ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরতে রাজি হয়েছেন। দুটি চার্টার্ড ফ্লাইটে দ্রুত তাদের ফেরানোর প্রস্তুতি চলছে।

দূতাবাস আরো জানায়, বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা, বেনগাজী প্রবাসীদের সহযোগিতা ও জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে বেনিনা বিমানবন্দর থেকে ৮ সেপ্টেম্বর ১৫৩ জন বাংলাদেশিকে দেশে পাঠানো সম্ভব হয়েছে। একই ফ্লাইটে আজদাবিয়াতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ নুরুল আমিনের মৃতদেহও দেশে পাঠানো হয়েছে।