জাতীয়

‘স্বাস্থ্যখাতে উন্নয়ন হলে ৩০ হাজার কোটি টাকা দেশে রাখা সম্ভব’

স্বাস্থ্যখাতের উন্নয়ন করতে পারলে স্বাস্থ্য ব্যয় বাবদ বছরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা দেশে রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।   

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর শেরে-বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ‘সরকারের ৫ বছরের রূপরেখা বা প্রেক্ষিত পরিকল্পনা’র আনুষ্ঠানিক প্রকাশের সময় এ কথা বলেন তিনি।

ড. আহমেদ কায়কাউস বলেন, অনেকে বলেন স্বাস্থ্য ব্যয় বাবদ বছরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। আমরা যদি স্বাস্থ্যখাতের উন্নয়ন করতে পারি, তবে এটা দেশে রাখা সম্ভব। 

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে ভারতের অর্থনীতি ২৪ শতাংশ সংকুচিত হলেও বাংলাদেশে তা হয়নি। আমরা রূপালিতে আছি, সোনালিতে যাবো। 

সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রমুখ।