জাতীয়

টেলিকম নেটওয়ার্কের মানোন্নয়নের দাবি

টেলিকম নেটওয়ার্কের মানোন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে প্রতিযোগিতায় আনার দাবিসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হচ্ছে—অপারেটর অনুপাতে তরঙ্গ বরাদ্দ দিয়ে নেটওয়ার্কের মানোন্নয়ন করা, তরঙ্গের দাম কমিয়ে অপারেটরদের কল রেট ও ডাটার মূল্য কমাতে বাধ্য করা, সরকারি প্রতিষ্ঠানসমূহকে যথোপযুক্ত কারিগরি আধুনিকায়ন ও সম্প্রসার করা, টেলিটকের উন্নয়নে কমপক্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া, সব প্রতিষ্ঠানে টেলিটক ব্যবহার বাধ্যতামূলক করা, সহকারী সম্পাদক প্রতিষ্ঠানগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা, বিটিসিএলকে জবাবদিহিতার আওতায় এনে গ্রাহকবান্ধব করা, বিটিসিএলের ৫ এমবিপিএস গতির ইন্টারনেটের দাম ১০০ টাকা এবং ১০ এমবিপিএস গতির মূল্য ২০০ টাকা নির্ধারণ করে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রসারে কার্যক্রম শুরু করা, টেসিসকে কার্যকর করে আন্তর্জাতিক মানের অ্যাক্সেস তৈরির উপযোগী করে গড়ে তোলা, অপারেটরদের বিনাশুল্কে হ্যান্ডসেট আমদানির সুযোগ দিয়ে ভারতের জিও’র মতো এক হাজার ৫০০ টাকায় ফোর-জি হ্যান্ডসেট ও সংযোগ দেওয়ার ব্যবস্থা করা এবং নেটওয়ার্কের মানোন্নয়নে এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমদ, প্রযুক্তি বিশেষজ্ঞ প্রকৌশলী আবু সালেহ, বাংলাদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক আবু বককর সিদ্দিক প্রমুখ।