জাতীয়

করোনা মোকাবিলায় অনুদান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী 

করোনা মোকাবিলায় ৩৪টি বাণিজ্যিক ব্যাংকসহ কয়েকটি সংস্থার অনুদান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর পক্ষে তার মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।

এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামি ব‌্যাংক, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেডসহ ৩৪টি বাণিজ্যিক ব্যাংক অনুদানের চেক দেয়। 

এছাড়া, করোনা মোকাবিলায় ৮টি সংস্থার পক্ষ থেকে অনুদানের চেক দেওয়া হয়।