জাতীয়

ডেমরায় স্টিল মিলে দগ্ধ ৩ জনই আইসিইউতে

ডেমরায় স্টিল মিলে আগুনে দগ্ধ তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল রোববার (২০) দুপুরে রাইজিংবিডিকে বলেন, আগুনের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে আসেন।  এর মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও ওই তিনজনের হাত-পা মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আমাদের ঢামেক প্রতিনিধি জানান, দগ্ধরা হলেন জসিম উদ্দিন (১৮), আল আমিন (৪৫) ও ইমরান হোসেন শান্ত (২৩)। 

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডেমরা কোনাপাড়া শাহরিয়ার  স্টিল মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে।  এ সময় শ্রমিকরা কাজ করছিলেন।