জাতীয়

সেইন্ট কিটস-ডোমেনিকার সঙ্গে হচ্ছে কূটনৈতিক সম্পর্ক

দ্বীপ রাষ্ট্র সেইন্ট কিটস অ্যান্ড নেভিস ও কমনওয়েলথ অব ডোমেনিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সচিব বলেন, ‘সেইন্ট কিটস অ্যান্ড নেভিস ও কমনওয়েলথ অব ডোমেনিকার সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই। আমাদের দেশের কিছু লোক ওখানে থেকে কাজ করে। তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব করলে মন্ত্রিসভা এ বিষয়ে অনুমোদন দিয়েছে।’