জাতীয়

৫ অক্টোবর বিশ্ব শিশু দিবস

চলতি বছরের অক্টোবর মাসের ১ম সোমবার (০৫ অক্টোবর) বিশ্ব শিশু দিবস এবং ৫-১১ অক্টোবর শিশু অধিকার সপ্তাহ-২০২০ পালন করা হবে। 

বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২০ উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।          এ বছর বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কন্যা শিশু দিবস, ২০২০ জেলা ও উপজেলা পর্যায়ে যথারীতি ৩০ সেপ্টেম্বর যথাযথভাবে উদযাপিত হবে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ, ২০২০ এর অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় অনুযায়ী ঢাকায় জাতীয় কন্যা শিশু দিবস আগামী ৬ অক্টোবর (মঙ্গলবার) উদযাপন করা হবে।  

এবছর কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিসহ দেশব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর সপ্তাহব্যাপী শিশুর সুরক্ষা, বিকাশ ও উন্নয়নের ক্ষেত্রে বিষয়ভিত্তিক কর্মসূচি অনলাইনে পালন করা হবে। চলমান কোভিড পরিস্থিতির কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় শিশু অধিকার সপ্তাহের সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হবে।