জাতীয়

শাহ আমানত বিমান বন্দরের নতুন ব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন ব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন বিমান বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ ফরহাদ হোসেন খান।

বিমান বাহিনীর এই কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের বর্তমান ব্যবস্থাপক বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার এ বি এম সারওয়ার-ই জামানকে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

লে. কমান্ডার এম আলমগীর বিএফডিসি নতুন ব্যবস্থাপক

বাংলাদেশ নৌবাহিনীর লে. কমান্ডার এম আলমগীর হোসেনকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পাথরঘাটার ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তার চাকরি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করে পৃথক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পাথরঘাটার বর্তমান ব্যবস্থাপক লে. কমান্ডার এম নুরুল আমিনকে সশস্ত্র বাহিনী বিভাগে চাকরি ন্যস্ত করে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।