জাতীয়

পত্নীতলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, রাজনীতিক, জনপ্রতিনিধিসহ ঢাকাস্থ পত্নীতলা উপজেলাবাসী।

মানববন্ধনে তারা বলেন, ‘শিক্ষার দিক দিয়ে নওগাঁর অন্যান্য উপজেলাগুলোর চেয়ে এগিয়ে আছে পত্নীতলা। আশপাশের চার-পাঁচটি উপজেলার শিক্ষার্থীরা উন্নত ও উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য এ উপজেলার নজিপুরে আসে। শিক্ষার পরিবেশ এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।’

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চিঠি দেয়।