জাতীয়

সৌদির ২১ মার্চের যাত্রীদের জন্য বিমানের ফ্লাইট ৩০ সেপ্টেম্বর

সৌদি আরব থেকে গত ২১ মার্চের ফিরতি টিকিট কেটে বাংলাদেশে এসে করোনার কারণে আটকে পড়া প্রবাসীদের জন‌্য আগামী ৩০ সেপ্টেম্বর বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন এই তথ্য জানিয়েছেন।

মোকাব্বির হোসেন বলেন, ‘জেদ্দাগামী যেসব যাত্রীর কাছে বিমানের ২১ মার্চের টিকিট আছে তাদের আগামী ৩০ সেপ্টেম্বর জেদ্দা যাওয়ার বুকিংয়ের জন্য ২৭ সেপ্টেম্বর বিমান সেলস অফিসে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।’ 

এদিকে, সৌদি আরব থেকে রিটার্ন টিকিট কেটে যারা বাংলাদেশে ছুটিতে দেশে এসেছেন তাদের টিকিট দিচ্ছে বিমান। তবে নতুন করে কোনও টিকিট বিক্রি করছে না সংস্থাটি। টিকিট বিতরণের ক্ষেত্রে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে টিকিট রি-ইস্যু করা হবে।

এর আগে বিমানের বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট সৌদি আরব গেলেও সেখানে যাত্রী নেওয়া হয়েছিল নিবন্ধন ও ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। তবে সর্বশেষ ৪টি ফ্লাইটে রিটার্ন টিকিট কাটা যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিমান জানায়, এই ফ্লাইট বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপ বা লিঙ্ক থেকে অনুমোদন ইত্যাদিসহ যোগাযোগ করতে হবে।