জাতীয়

রংপুরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদকরংপুর, ৭  ফেব্রুয়ারি : যৌতুক দাবি করে না পাওয়ায় গৃহবধু মরজিনা বেগম রেখার মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে পাষন্ড স্বামী আনিস।বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর হাজিপাড়ায় এ ঘটনা ঘটে। মরজিনা বেগম জানান, তিন বছর আগে আনিস নামে এক ট্রাক ডাইভারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় ৪০ হাজার টাকা যৌতুক হিসেবে প্রদান করা হয়। বিয়ের পর থেকে রংপুর নগরীর হাজিপাড়া এলাকায় বসবাস করে আসছে তারা। তাদের আরনিকা নামে দু বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু বিয়ের প্রায় এক বছর পর থেকেই স্বামী আনিস তাকে প্রায়ই যৌতুকের জন্য নির্যাতন করত। টাকা নিয়ে আসার জন্য চাপ দিত। তার শাশুড়ি মোসলেমা বেগম, ননদ শেফালী ও শাহানাজ বেগমও তার ওপর শারীরিক-মানসিক নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে স্বামী আনিস মরজিনার স্বজনদের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে আসার জন্য চাপ দেয়। তিনি টাকা দিতে পারবে না জানালে তাকে বেদম মারধর করে । মুখে ও শরীরে অ্যাসিড নিক্ষেপ করে । এতে তার মুখ মন্ডল ও হাতসহ বিভিন্ন অংশ ঝলসে যায়।

গুরুতর অবস্থায় প্রতিবেশীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার মুখ মন্ডল পুরোটাই ঝলসে যাওয়ায় এবং চোখে অ্যাসিড লাগায় তিনি দুই চোখেই ঝাপসা দেখছে। ফলে তার দৃষ্টি শক্তি নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছে। মরজিনার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রামদেব কালিগজ্ঞ গ্রামে। এ ঘটনার পর স্বামী তার পরিবারের লোকজন পলাতক রয়েছে ।  পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ।

 

রাইজিংবিডি / জাহাঙ্গীর / রণজিৎ