জাতীয়

‘সিরিয়াল বা টোকেন না পেলে এখান থেকে যাবো না’

টোকেন দেওয়ার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন প্রবাসীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে হোটেল সোনারগাঁওয়ের সামনে তারা বিক্ষোভ করেন। টিকেট নেওয়ার সিরিয়াল নিতে, স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ ও আকামার মেয়াদ বাড়ানোর দাবি করেন তারা।

প্রবাসীরা বলেন, এখানে একটা নির্দিষ্ট সিরিয়াল দিয়ে রাখা হয়েছে। সিরিয়ালের যে লোকগুলো অফিসের ভেতরে যাচ্ছে তাদের হিসাব আলাদা। কিন্তু আমরা যারা এখন পর্যন্ত সিরিয়াল পায়নি তাদের ব্যাপারে কোনো নির্দেশনা দিচ্ছে না। তাই আমরা এখানে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত না আমরা সিরিয়ালের ব্যাপারে কোনো নির্দেশনা পাব বা টোকেন হাতে পাবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাবো না।

সৌদি প্রবাসী শাহ জালাল মিয়া বলেন, ‘আজ পাঁচ দিন ধরে ঢাকাতে অবস্থান করতেছি। তারা একবার বলে ১ তারিখ টোকেন দেবে, আরেকবার বলে ৪ তারিখে দেবে। নির্দিষ্ট করে কিছুই বলছে না। যে কারণে এখানেই অবস্থান করতে হচ্ছে।’ আরেক সৌদি প্রবাসী মিজানুর রহমান বলেন, ‘তারা আমাদেরকে সুনির্দিষ্ট তথ‌্য দিলেই তো হয়। আমরা সেদিনই আসবো। কিন্তু তারা ঠিক করে কিছুই বলছে না।’

জানতে চাইলে সোনারগাঁও হোটেলের সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ‘আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে, যাদের সিরিয়াল নম্বর আজকের তারা শুধু ভেতরে প্রবেশ করতে পারবে এবং টিকিট সংগ্রহ করতে পারবে। এর বাইরে আমাদের কিছু করার নেই। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।’