জাতীয়

সংসদ অধিবেশন নিয়ে টিআইবির প্রতিবেদন প্রকাশ বুধবার

একাদশ জাতীয় সংসদের প্রথম থেকে পঞ্চম অধিবেশনের কার্মকাণ্ড ও কার্যকারিতা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই প্রতিবেদন প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

 ‘পার্লামেন্টওয়াচ: একাদশ জাতীয় সংসদ-প্রথম থেকে পঞ্চম অধিবেশন (জানুয়ারি-ডিসেম্বর ২০১৯)’ শীর্ষক প্রতিবেদনটি জুম ওয়েবিনারের (Zoom Webinar) মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করতে পারবেন।

অংশগ্রহণ করতে এই লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।https://zoom.us/webinar/register/WN_GJyZi3sWQzSvTHa6U29O4g। নিবন্ধন করার শেষ সময় আজ রাত ৮টা পর্যন্ত।

এছাড়া ভার্চুয়াল সংবাদ সম্মেলনটি টিআইবির ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ এ সরাসরি সম্প্রচার করা হবে।