জাতীয়

যুগ্ম সচিবদের এসএসসি কোর্স শুরু ১৮ অক্টোবর

যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জন্য ৯৫তম সিনিয়র স্টাফ কোর্স (এসএসসি) শুরু হবে আগামী ১৮ অক্টোবর থেকে। শেষ হবে ১ ডিসেম্বর।

বৃহস্পতিবার (১ অক্টোবর ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে আগামী ১৮ অক্টোবর হতে ১ ডিসেম্বর পর্যন্ত যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাদের ৯৫তম সিনিয়র স্টাফ কোর্স (এসএসসি) পরিচালিত হবে। এই কোর্সে অংশ নিতে আগ্রহী কর্মকর্তাদের আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে আবদনপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ শাখা-১ শাখায় (সফটকপি it1@mopa.gov.bd ইমেইল ঠিকানায়) জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বিপিএটিসি কর্তৃক কোর্স পরিচালিত হবে। কোর্স ফি জনপ্রতি ৬০ হাজার টাকা। কোর্স শুরুর আগে মনোনীতদের ফি নিজ নিজ প্রতিষ্ঠান হতে ক্রসড চেক/ব্যাংক ড্রাফট এর মাধ্যমে রেক্টর, বিপিএটিসি, সাভার ঢাকা বরাবরে জমা দিতে হবে।

অনূর্ধ্ব ৫৬বছর বয়সী কর্মকর্তারা কোর্সে অংশ নিতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে নির্ধারিত স্থানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন/সুপারিশ অবশ্যই থাকতে হবে। চূড়ান্ত মনোনায়নের পর কোনোভাবেই কোর্স হতে অব্যাহতির আবেদন গ্রহণযোগ্য হবে না। চূড়ান্ত মনোনয়ন তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যথা সময়ে প্রকাশ করা হবে।