জাতীয়

ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই টোকেন দেবে সৌদি এয়ারলাইনস

সৌদি আরবে গমনেচ্ছুদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের টিকিট সংগ্রহের টোকেন দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষ। একই সঙ্গে টিকিট রি-ইস্যু করা হবে।

রোববার (৪ অক্টোবর) রাতে সৌদি এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার জাহিদ হোসেন রাইজিংবিডিকে এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এয়ারলাইনস থেকে যে ফরম দেওয়া হচ্ছে, তা পূরণ করবেন সৌদি গমনেচ্ছুরা। পরে তা যাচাই-বাছাই করা হবে। যার ভিসার মেয়াদ আগে শেষ হবে তাকে আগে টোকেন দেওয়ার মাধ্যমে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করা হবে। ক্রমান্বয়ে প্রত‌্যেক সৌদি প্রবাসীকে এ সুবিধার আওতায় আনার চেষ্টা করছে সৌদি এয়ারলাইনস।’

সৌদি এয়ারলাইনস সূত্রে জানা গেছে, এতদিন টিকিটের মেয়াদ ধরে টিকিট ইস্যু-রি করেছে সংস্থাটি। টিকিট কেনার তারিখ ধরে সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু রোববার টোকেনের জন্য সোনারগাঁও হোটেল ও এর আশপাশে ১০ থেকে ১২ হাজার প্রবাসী জড়ো হন। তারা টিকিট না পেয়ে বিক্ষোভ করতে থাকেন। রোববার দুপুরের পর তারা সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জ করা হয়।