জাতীয়

এসডিজি অর্জনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপ বাস্তবায়নের সুপারিশ

করোনা পরিস্থিতি মোকাবিলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।   বুধবার (০৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ১০ম বৈঠকে এ সুপারিশ করা হয়।   বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান এবং বেগম নাহিদ ইজাহার খান অংশ নেন।

বৈঠকে ৯ম বৈঠকের সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কার্যবিবরণী সর্বসম্মতিতে গৃহীত হয়। এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় এসডিজি’র লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপগুলোর ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে প্রতিরক্ষা সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী, আবহাওয়া অধিদপ্তর ও জরিপ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।