জাতীয়

‘দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সরকার’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, রাজধানীতে বেশি ঝুঁকি অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের। বর্তমানে ভূমিকম্পের মতো দুর্যোগ ব্যবস্থপনায় পর্যাপ্ত প্রস্তুতি আমাদের নেই। ভূমিকম্পের দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সরকার। এজন‌্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরাম আয়োজিত মিট দ‌্য প্রেসে তিনি এ কথা বলেন।

ডা. এনামুর রহমান বলেন, করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে   ছিল সরকার। প্রতিনিয়ত তাদের সাহায্য করে যাচ্ছে। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সহায়তা করে যাচ্ছে সরকার।