জাতীয়

ঢাকা-চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

ঢাকা ও চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জাকির হোসেন জানান, মূল কম্পন অনুভূত হয়েছে ভারতে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪০ কিলোমিটার দূরে ভারতের মনিপুর রাজ্যের মইরাংয়ে। 

জাকির হোসেন আরও জানান, ঢাকা ও চট্টগ্রামে মাত্র ১৫ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে।