জাতীয়

এমপি নিক্সনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: সিইসি 

জেলা প্রশাসককে হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালনরত কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নূরুল হুদা বলেন, ‘ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে নিক্সন চৌধুরী এ ঘটনা ঘটান। তার বিরুদ্ধে অভিযোগ পেয়ে কমিশনাদের সঙ্গে আলোচনা করেছি। দু’এক দিনের মধ্যেই করণীয় ঠিক করা হবে। সংসদ সদস্য হিসেবে যে আচরণ করেছেন সেটা কাম্য নয়। তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন।’

স্বাস্থ্যবিধি ও আচরণবিধির বিষয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন কার্যক্রম পরিচালনা করার কথা বলেছি। এগুলো তাদের নিজেদের ব্যক্তি সচেতনার বিষয়। এখানে আমরা অনুরোধ করি। কিন্তু তারা প্রতিপালন করেন না। শুধু তারা কেন, বাংলাদেশের যেখানেই যাই সেখানেই তো দেখি স্বাস্থ্যবিধি প্রতিপালন করার বিষয়টা উপেক্ষিতই থেকে যাচ্ছে।’