জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে ৫ এমপির চারারোপণ

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে চারারোপণ করেছেন পাঁচ সংসদ সদস্য (এমপি)। 

তারা হলেন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান, নুরুন্নবী চৌধুরী, মনজুর হোসেন, পংকজ নাথ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

চারারোপণ শেষে যুব প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মুজিববর্ষে ১ কোটি চারারোপণের যে কর্মসূচি নিয়েছেন সে কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক সংসদ সদস্য চারারোপণ করছেন। এটি সব মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে। 

পীর ফজলুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য প্রধানমন্ত্রী চারারোপণের যে কর্মসূচি নিয়েছেন, বাংলাদেশের মানুষ তার এই আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচিতে এগিয়ে আসবে।

নুরুন্নবী চৌধুরী বলেন, সমুদ্র উপকূলবর্তী দ্বীপজেলাবাসীকে প্রতিনিয়ত ঝড়, বন্যা, বৃষ্টির সঙ্গে যুদ্ধ করতে হয়। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে চারারোপণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

পংকজ নাথ জাতির পিতার জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ঘোষিত ১ কোটি চারারোপণ কর্মসূচিতে একটি তমাল গাছের চারারোপণ করেন।    

কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পিডব্লিউডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।