জাতীয়

অক্টোবরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি

অক্টোবর মাসের মধ্যেই শ্রমিকদের সমুদয় পাওনা পরিশোধের দাবি জানিয়েছে পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ।

শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পিপিপি বা লিজ নয় বরং আধুনিকায়ন করে রাষ্ট্রীয় পাটকল চালু, অক্টোবরের মধ্যে শ্রমিকের সমুদয় পাওনা পরিশোধ, বিশ্বব্যাপী পাট ও পাটশিল্পের সম্ভবনা নস্যাতের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান, সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মছিউদদ্দৌলা, হাফিজ জুট মিলের ওর্য়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, শ্রমিক নেতা হারুনর রশিদ, মোশাররফ হোসেনসহ আরও অনেকে।