জাতীয়

প্রতি ইঞ্চি জমিতে আবাদ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘কৃষি এবং কৃষক আমাদের অন্যতম প্রাণপ্রবাহ। ২০ কোটি মানুষের এ দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি খাতের অবদান অনস্বীকার্য। স্বল্প আয়তনের এ দেশে কৃষিকে এগিয়ে নিতে প্রতি ইঞ্চি জমিতে আবাদ করতে হবে।’

শনিবার (১৭ অক্টোবর) জামালপুরের সরিষাবাড়ি মতিয়ার রহমান রেল স্টেশনের পাশের জমিতে ‘এক ইঞ্চি জায়াগাও অনাবাদী থাকবে না’ কর্মসূচির আওতায় আবাদ করা শাকসবজি বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অনলাইন কৃষি প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ‌্য প্রতিমন্ত্রী।