জাতীয়

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্গানোগ্রাম যুগোপযোগী করার সুপারিশ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্গানোগ্রাম যুগোপযোগী করার লক্ষ্যে কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সংসদ ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়। 

শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কাজী ফিরোজ রশীদ।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের হিসাব বিবরণী এবং আয়-ব্যয়ের অডিট প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে স্থায়ী কমিটি।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা খরচ দেওয়া হয় তা মাসিক হারে দেওয়ার সুপারিশ করা হয় আজকের বৈঠকে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মহাপরিচালকের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের সত্যতা যাচাই করতে তিন সদস্যের সংসদীয় সাব-কমিটির প্রতিবেদন আগামী ২ মাসের মধ্যে উপস্থাপন করতে বলেছে স্থায়ী কমিটি।

বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।