জাতীয়

বেসরকারি শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তির দাবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে রাস্তায় নেমেছেন নিবন্ধিত প্রার্থীরা।

এ দাবিতে মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে তৃতীয় গণবিজ্ঞপ্তিপ্রত‌্যাশী শিক্ষক ফোরাম।

মানববন্ধনে ফোরামের নেতারা বলেন, ‘আমরা গণমাধ্যমে জানতে পেরেছি, আইনি জটিলতায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না। কিন্তু গত বছর পর্যন্ত ৫৭ হাজার পদ শূন্য ছিল। আরও পদ শূন‌্য হয়েছে। চলতি মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।’

ফাহাদ আল আব্দুল্লাহ নামের এক প্রার্থী বলেন, ‘আমরা ইতোমধ্যে এনটিআরসিএর অফিসে স্মারকলিপি দিয়েছি। নতুন করে আরও অনেক পদ শূন্য হয়েছে। সরকারের উচিত লাখ লাখ বেকারের কথা চিন্তা করে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা।’

আরেক প্রার্থী শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের অনেকের চাকরির আবেদনের বয়স শেষের পথে। যদি আবেদনের সুযোগ না দেওয়া হয়, তাহলে আমরা এতগুলো মানুষ কোথায় যাব? সরকার আমাদের বিষয়টি বিবেচনায় নিয়ে চলতি মাসেই যেন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার বিকল্প থাকবে না।’

মানববন্ধনে অংশ নেওয়া অন‌্যরা বলেন, ‘এর আগেও বেশ কয়েকবার গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে স্মারকলিপি দিয়েছি। কিন্তু তারা নানা অজুহাতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করছেন না। এবার তারা বলছে, দুটি রায় দুই রকম আসায় আইনি জটিলতা হয়েছে। এসব জটিলতা দূর করে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাচ্ছি। ইতোমধ্যে করোনা আমাদের একটি বছর নষ্ট করেছে। আমাদের এ বিপর্যয়কর পরিস্থিতি থেকে মুক্তি দিতে সরকারকে এগিয়ে আসতে হবে।’