জাতীয়

উপজেলা রিসোর্স সেন্টারের ট্রেনিং কার্যক্রম জোরদারের সুপারিশ

উপজেলা রিসোর্স সেন্টারের ট্রেনিং কার্যক্রম জোরদার করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (২১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৯ম বৈঠকে এ সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম এবং মো. মোশারফ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর/দপ্তরগুলোর সমন্বয়, মনিটরিং, ডকুমেন্টেশন ও গ্রন্থাগারিক কার্যাবলীর অগ্রগতি, ডিপিএও, মন্ত্রণালয়ধীন দপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ এবং বাৎসরিক অডিট আপত্তি সম্পর্কে আলোচনা করা হয়।

কোনো প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন আছে কিনা, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর/সংস্থার ২০১৯-২০২০ অর্থবছরের মোট অডিট আপত্তির সংখ্যা ২ হাজার ১৫৮টি। এর মধ্যে নিষ্পত্তি করা অডিট আপত্তির সংখ্যা ৯০৩ এবং অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা ১ হাজার ২৫৫।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।