জাতীয়

‘টেকসই পরিবেশ সৃষ্টিতে কাজ করছে সরকার’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘ব্যাপকভাবে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন এবং সব ধরনের দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে টেকসই পরিবেশ সৃষ্টিতে কাজ করছে সরকার। বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তনবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নেতৃত্ব দিচ্ছে।’

বুধবার (২১ অক্টোবর) বিকেলে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার সেন্ডসানের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে এসব কথা বলেন তিনি।

মো. শাহাব উদ্দিন বলেন, ‘ক্লাইমেট ভালনারেবিলিটি ফোরাম ও গ্লোবাল সেন্টার অব অ‌্যাডাপটেশনের ঢাকাস্থ আঞ্চলিক অফিস কাজ শুরু করায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ আরও জোরালো ভূমিকা পালন করতে পারবে।’

নরওয়ের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও নরওয়ের মধ্যে পরিবেশগত অনেক মিল আছে। উভয় দেশই সমুদ্রের পাড়ে অবস্থিত। সেজন্য দুই দেশের সমুদ্র নিয়ে কাজ করার সুযোগ আছে।’

তিনি আরও বলেন, ‘নরওয়ের জাহাজ ভাঙা শিল্পে কাজ করার অভিজ্ঞতা আছে। এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যেতে পারে।’

ভিডিও কনফারেন্সকালে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দারিদ্র্য দূরীকরণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণসহ অন্যান্য ক্ষেত্রে একযোগে কাজ করা সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন পরিবেশমন্ত্রী ও নরওয়ের রাষ্ট্রদূত। তারা বর্জ্য ব্যবস্থাপনা, বায়োগ্যাসসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. একেএম রফিক আহাম্মাদ বক্তব্য রাখেন।